বিএসবির খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড চায় সিআইডি

মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১৫ জুলাই) সিআইডির তদন্তকারী কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) খালিদ সাইফুল্লাহ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। আসামিকে আদালতে হাজির করে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ,
খায়রুল বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন এবং ছেলে আরশ ইবনে বাশার মিলে শিক্ষার্থীদের প্রতি চটকদার বিজ্ঞাপন ও প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানোর প্রলোভনায় তারা মোট ১৪১ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা গ্রহন করেন।
চলতি বছরের ৪ মে সিআইডির উপপরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্তাধীন।