২১ আগস্ট মামলায় আপিলের শুনানি বৃহস্পতিবার, আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। অন্যদিকে, বিএনপির পক্ষে শুনানিতে অংশ নেন দলের জ্যেষ্ঠ আইনজীবীরা।
এর আগে ১২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে মামলার যাবজ্জীবনপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। রায়ে বলা হয়, বিচারিক আদালতের চার্জশিট আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য ছিল না এবং পুরো বিচার কার্যক্রম ছিল অবৈধ।
রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে, যার অনুমতি (লিভ টু আপিল) দেয় আপিল বিভাগ গত ১ জুন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।
২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত এ মামলায় দুই ধাপে ৩৮ জনকে সাজা দেন। এর মধ্যে ১৯ জনের মৃত্যুদণ্ড এবং ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিএনপি নেতারা, সেনা ও গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা।
এরপর সেই রায়ের নথিপত্র হাইকোর্টে পাঠানো হয় এবং ২০২৪ সালের শুরুতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ থেকে আসামিদের খালাস দিয়ে আলোচিত রায় ঘোষণা করা হয়।
ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রয়োজনীয় ৩৭ হাজার পৃষ্ঠার নথি থেকে প্রায় সাড়ে ১০ হাজার পৃষ্ঠার পেপারবুক তৈরি করা হয়, যা অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন হয়।
বৃহস্পতিবারের শুনানিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি তুলে ধরা হবে।