চট্টগ্রামে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল, মাতমে মুখর শিয়া মুসল্লিরা

পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে আজ রোববার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহ থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়। খালি পায়ে কালো পোশাক পরে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করতে করতে শতাধিক মুসল্লি কারবালার শোকাবহ স্মৃতিকে স্মরণ করেন।
ঐতিহাসিক এই মিছিলের নেতৃত্ব দেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন। এর আগে সকালে অনুষ্ঠিত হয় মাসায়েব মজলিশ, যেখানে কারবালার মর্মান্তিক ঘটনার বর্ণনা দেন পেশ ইমাম। বক্তব্য চলাকালেই আবেগাপ্লুত মুসল্লিরা ‘ইয়া হোসেন, ইয়া হোসেন’ বলে বুক চাপড়ে মাতম শুরু করেন।
মিছিলটি কালীবাড়ি রোড, নিউমার্কেট, জিপিও ও কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবারগাহে ফিরে আসে। নিউমার্কেট এলাকায় পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণে মাওলানা আমজাদ হোসেন বলেন, “কারবালার আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করে ইসলামের প্রকৃত বার্তা ধারণ করতে হবে। যারা ইসলামের নামে সহিংসতা চালাচ্ছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
তাজিয়া মিছিলের সময় শিয়া মুসল্লিরা সমবেতভাবে মর্সিয়া গান পরিবেশন করেন। বিকেলে নগরের পাহাড়তলী এলাকা থেকেও আরেকটি তাজিয়া মিছিল বের হওয়ার কথা রয়েছে।