আশুরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: তারেক রহমান

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ১০ মহররম একটি ঘটনাবহুল, স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বিশ্ব ইতিহাসে ১০ মহররমে নানা গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। তবে এই দিনের সবচেয়ে স্মরণীয় ও হৃদয়বিদারক ঘটনা হলো কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত। তিনি বলেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আদর্শিক সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ইমাম হোসেন (রা.) ও তার অনুসারীরা।
তিনি আরও বলেন, কারবালায় ইমাম বাহিনীর আত্মত্যাগ যুগে যুগে নিপীড়িত ও শোষিত মানুষের মাঝে প্রতিরোধের প্রেরণা জুগিয়েছে। ইতিহাস প্রমাণ করে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ও সাহস জুগিয়েছে এ আত্মদানের ঘটনা।
আশুরার শিক্ষা ও চেতনার সঙ্গে সমসাময়িক প্রেক্ষাপটের মিল টেনে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই চেতনা আরও তাৎপর্যপূর্ণ। গত ১৬ বছরে বাংলাদেশে যেসব অনিয়ম, দমন-পীড়ন, ভোটাধিকার হরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, তা জনগণকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি রাখা এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।
তারেক রহমান বলেন, কারবালার ঘটনা আজও আমাদের মনে করিয়ে দেয়—ন্যায়, ইনসাফ ও মানবিকতা প্রতিষ্ঠায় সংগ্রাম কখনো থেমে থাকতে পারে না। দেশ ও জাতিকে রক্ষা করতে হলে ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি দেশবাসীর প্রতি পবিত্র আশুরার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।