সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভ

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামোসহ একাধিক দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কয়েক শতাধিক কর্মচারী। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন, যা বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান ছিল।
কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন কাঠামো সংশোধন, সময়মতো বেতন প্রদান ও অতীতে নানা দুর্যোগে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বাড়তি সুযোগ-সুবিধার দাবি জানিয়ে আসছেন। তাঁদের মধ্যে অনেকে কোভিড মহামারি, ডেঙ্গু পরিস্থিতি, রানা প্লাজার দুর্ঘটনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখভাগে কাজ করেছেন। এসব ঝুঁকিপূর্ণ ও মানবিক দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাঁদের অতিরিক্ত সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া কর্মচারীরা প্রতি মাসে ৫ তারিখের মধ্যে বেতন প্রদান এবং তাঁদের আত্মীয়স্বজনের চিকিৎসায় ৫০ শতাংশ ছাড় প্রদানের বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
হাসপাতালের এক কর্মচারী স্মৃতি বলেন, “আমরা এর আগেও একই দাবিতে কর্মবিরতি পালন করেছিলাম। তখন কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি। বেতন বাড়েনি, কোনো পরিবর্তন হয়নি। তাই আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, “আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি এবং তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করেছি। যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার প্রক্রিয়া চলছে।”
বিক্ষোভ চলাকালীন হাসপাতালে আংশিক সেবা কার্যক্রম ব্যাহত হয় বলে জানা গেছে। তবে কর্তৃপক্ষ ও কর্মচারীদের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।