"১৭ কোটি মানুষকে জঙ্গি বলে কলঙ্কিত করছে আওয়ামী লীগ" — প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ১৭ কোটি মানুষকে 'জঙ্গি' বলে কলঙ্কিত করছে। আজ মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম লিখেছেন, “আমরা অপেক্ষা করেছি প্রায় দশ মাস, যাতে আওয়ামী লীগের নেতৃত্ব ও সহানুভূতিশীলরা দুঃখ প্রকাশ করে। কিন্তু তারা শহীদদের নিয়ে উপহাস করেছে, আমাদের সংগ্রামকে তুচ্ছ করেছে এবং ১৭ কোটি মানুষকে জঙ্গি বলে দাগিয়ে দিয়েছে—এই আশায় যে, বিদেশি প্রভুরা এসে আবার তাদের হাতে দেশ তুলে দেবে।”
তিনি আরও বলেন, “জুলাই আমাদের সাহস দিয়েছে, আমাদের শিখিয়েছে কীভাবে প্রতিকূলতার মাঝেও দাঁড়িয়ে থাকতে হয়। এই মাস আমাদের চেতনায় স্থায়ীভাবে এক বিরল সাহসের জিন প্রবেশ করিয়েছে। আমরা আর আগের মতো নই।”
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেস সচিব লেখেন,
“জুলাই আমাদের ভুলতে দেয় না তাদের, যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, চোখ উপড়ে নেওয়া হয়েছে, আত্মাকে ছিন্নভিন্ন করা হয়েছে। যতক্ষণ না আপনারা দুঃখপ্রকাশ করেন, শান্তি পাবেন না।”
তিনি স্পষ্ট ভাষায় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান তুলে ধরে বলেন,
“আমরা লড়ব— জমিতে, নদীতে, পাহাড়ে, এমনকি ভার্চুয়াল জগতেও। আপনাদের মুখোশ খুলে ফেলব। আপনারা মানবাধিকারের ডাকাত, গণহত্যার সহযোগী। শহীদদের প্রতি সম্মান না দেখালে, আপনাদের কখনোই শান্তি আসবে না।”