১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট, দেখে নিন যেভাবে চেক করবেন

প্রতি বছরের মতো এবারও সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। আগামী ১ জুলাই থেকে তাদের মূল বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)। সরকার নির্ধারিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী এই ইনক্রিমেন্ট সাধারণত ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে, যা সংশ্লিষ্ট কর্মচারীর বর্তমান মূল বেতনের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্ট নির্ধারিত হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মানবসম্পদ (HR) নীতিমালার ভিত্তিতে।
সরকারি চাকরিজীবীরা যেভাবে ইনক্রিমেন্ট দেখবেন (ধাপে ধাপে গাইডলাইন)
সরকারি কর্মচারীরা iBAS++ (Integrated Budget and Accounting System) প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে সহজেই তাদের বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতনবৃদ্ধি দেখতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ১: গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে প্রবেশ করুন – www.payfixation.gov.bd
ধাপ ২: ‘অনলাইন বেতন নির্ধারণী’ পেজ আসলে ‘পরবর্তী ধাপ’ বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: নতুন পেজে ‘আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি’ বক্সে টিক দিন এবং আবার ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: পরবর্তী পেজে ‘ইনক্রিমেন্ট’ বাটনে ক্লিক করে ‘হ্যাঁ’ নির্বাচন করুন।
ধাপ ৫: ‘কর্মচারীর ধরন’ অপশনে ‘বেসামরিক’ নির্বাচন করুন।
ধাপ ৬: ডায়ালগ বক্সে নিচের তথ্যগুলো সঠিকভাবে প্রদান করুন:
জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)
Verification Number (২০১৫ সালের পে-ফিক্সেশন বা পূর্ববর্তী ফিক্সেশন শিটে পাওয়া যাবে)
ছবির পাশে থাকা ইমেজ কোড লিখুন
ধাপ ৭: আপনার মোবাইল নম্বরে পাঠানো ৪ ডিজিটের Verification Code নির্ধারিত ঘরে লিখে "Validate" ক্লিক করুন।
ধাপ ৮: তৎক্ষণাৎ আপনি দেখতে পাবেন—
আপনার নাম, পদবি, মোবাইল নম্বর
১ জুলাই ২০২৫ থেকে কার্যকর নতুন মূল বেতনসহ বার্ষিক ইনক্রিমেন্টের অটো সার্টিফিকেট