ঢাকার মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানাল বার্সেলোনা ক্লাব

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়েছে ইউরোপিয়ান জায়ান্ট ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। ক্লাবটি বাংলাদেশের স্বীকৃত বার্সেলোনা সমর্থক সংগঠন ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা’-কে একটি আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছে।
বার্সেলোনা শহর থেকে পাঠানো ওই চিঠিতে ক্লাবের বোর্ড মেম্বার ও সামাজিক কার্যক্রম বিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বশ স্বাক্ষর করেছেন।
চিঠিতে বলা হয়েছে: “সম্প্রতি ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সকলের প্রতি আমাদের সহানুভূতি এবং সমর্থন থাকবে।”
গত সোমবার (২১ জুলাই) ঢাকায় সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। দুর্ঘটনার পর সারা দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এরই মধ্যে শোক জানিয়েছে। জাতীয় দলের অনেক খেলোয়াড়সহ বিভিন্ন ক্রীড়াবিদ সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবে এই দুর্ঘটনার প্রতি শোক প্রকাশ করেছেন। অনেক বিদেশি ফুটবল ও ক্রিকেট তারকাও ঘটনার নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন।
তবে বার্সেলোনার এই মানবিক পদক্ষেপ নিয়েও তৈরি হয়েছে অনাকাঙ্ক্ষিত বিতর্ক। ‘নিউজওলা’ নামক একটি ফেসবুক পেজ দাবি করেছে— পেনিয়া ব্লাউগ্রানার পাওয়া বার্সার শোকবার্তাটি বানোয়াট, এবং এটি বার্সার অন্য একটি পেনিয়ার চিঠির অনুরূপ ফরম্যাট হওয়ায় তারা সন্দেহ প্রকাশ করেছে।
এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা (পেনিয়া আইডি: ২৩৩৯)। তারা এক বিবৃতিতে জানিয়েছে:
“নিউজওলা নামক ফেসবুক পেজের বিভ্রান্তিকর অভিযোগে আমরা গভীরভাবে হতাশ। যে চিঠিটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তা আমাদের প্রাপ্ত মূল বার্সেলোনা ক্লাব কর্তৃক প্রেরিত। এটি অন্য একটি পেনিয়ার চিঠির মতো দেখতে হলেও তার মানে এই নয় যে এটি ভুয়া। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন, দায়িত্বহীন এবং আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।”
তারা আরও বলেন: “বাংলাদেশে বার্সেলোনার প্রথম ও একমাত্র অফিসিয়াল পেনিয়া হিসেবে এ ধরনের কর্মকাণ্ড কেবল বিভ্রান্তি ছড়ায় না, বরং আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনুরোধ করছি, সংশ্লিষ্ট পেজটি তাদের ভুয়া অভিযোগ প্রত্যাহার করুক।”