আওয়ামী লীগ নেতাদের নির্দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র, পুলিশ বলছে সর্বাত্মক প্রস্তুতি

রাজনৈতিক অস্থিতিশিলতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে দেশের কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ নতুন করে সক্রিয় হয়েছে। দলের নেতা বাহাউদ্দিন নাছিম ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়।
রাজধানীর একটি কনভেনশন হলে ৮ জুলাই অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৪০০ নেতাকর্মী অংশ নেন। সেখানে অস্থিতিশীলতা সৃষ্টির নানা পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অপরাধমূলক এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত শম্পা, সোহেল রানাসহ কয়েকজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে যে কোনো সময় হামলার আশঙ্কা রয়েছে। তাই এই ১১ দিনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “ফ্যাসিবাদী কোনো গোষ্ঠী ঢাকায় অবস্থান করতে পারবে না। তাদের আইনের আওতায় আনা হবে। সব জেলার পুলিশ সুপারকে আমি কঠোর নির্দেশনা দিয়েছি।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, “পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতার পরিকল্পনা সম্পর্কে আমরা অবগত এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। আশা করছি, তাদের ষড়যন্ত্র সফল হবে না।”
এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোও তৎপর রয়েছে এবং তথ্য সংগ্রহ ও তদন্ত অব্যাহত রয়েছে।