সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫০১ জন

সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৮ জনসহ মোট ১ হাজার ৫০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুধু মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ১,০১৮ জনকে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৪৮৩ জনকে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে দুটি দেশীয় একনলা বন্দুক, তিনটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩,১০০ রাউন্ড রাইফেলের পুরাতন গুলি, একটি ম্যাগাজিন, একটি বার্মিজ চাকু ও একটি ছুরি।
পুলিশ বলছে, চলমান বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এ অভিযান অব্যাহত থাকবে।