‘প্রধান উপদেষ্টাই সকলের হয়ে শোক জানিয়েছেন’ — মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে প্রশ্নে শিক্ষা উপদেষ্টার মন্তব্য

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে শোক না জানানো নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার (২৩ জুলাই) মাইলস্টোন কলেজ পরিদর্শনের সময় এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করলে শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষা মন্ত্রণালয় হলো রাষ্ট্রের একটি অঙ্গ। প্রধান উপদেষ্টা আমাদের সকলের হয়ে, সব মন্ত্রণালয়ের হয়ে শোক জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটি একটি জাতীয় ট্র্যাজেডি। আমরা শুরু থেকেই পাশে আছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকব।”
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে শিশুসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ হয়েছেন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী।
এই ঘটনার পরদিনই প্রধান উপদেষ্টা নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা না আসায় অনেক অভিভাবক ও শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন।
বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা কোনো দায়িত্ব এড়িয়ে যাইনি। বরং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সরকারের পক্ষ থেকে যে কোনো সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রধান উপদেষ্টার শোকবার্তাই সরকারের সম্মিলিত অবস্থান।”
এ সময় উপদেষ্টা আরও জানান, মাইলস্টোন কলেজে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যেখানে নিহত ও আহতদের তথ্য হালনাগাদ রাখা হচ্ছে এবং চিকিৎসা ও পুনর্বাসনে করণীয় ঠিক করা হচ্ছে।