বিমান দুর্ঘটনায় নিহত লামিয়ার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী লামিয়া ইসলাম অনিকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।
বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উইং কমান্ডার আব্দুল বাসেদের নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় তারা লামিয়ার সমাধিতে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, লামিয়ার সহপাঠী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, “এই দুর্ঘটনা আমাদের সবার জন্যই অপূরণীয় ক্ষতি। লামিয়া ছিল অত্যন্ত মেধাবী ও প্রাণবন্ত এক শিক্ষার্থী।”
শ্রদ্ধা নিবেদনের সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে উইং কমান্ডার আব্দুল বাসেদ বলেন, “এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং গোটা জাতির জন্য এক গভীর শোকের কারণ। বাংলাদেশ বিমান বাহিনী সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।”
প্রসঙ্গত, গত সপ্তাহে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া ইসলাম অনিক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাটি সারাদেশে চরম শোক ও ক্ষোভের জন্ম দেয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নিহত লামিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।