সাংবাদিক নাদিম হত্যা মামলা: প্রধান আসামী বাবু চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবু। এতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং নিহত সাংবাদিক নাদিমের পরিবার। আজ বেলা ১২টার দিকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন- ২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হলে পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০২৩ সালের ২০ জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারাগার থেকে জামিনে বের হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন বাবু। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত ৬ মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ১৯ ফেব্রুয়ারি থেকেই রায়ের ছয় মাস কার্যকর হলে তিনি আর মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।
বক্তারা আরো বলেন- বাবু চেয়ারম্যান হিসেবে আসতে পারলে আবারো এলাকাবাসীর ক্ষতি করবে। আবারো শুরু হবে তার অন্যায়, অত্যাচার ও নির্যাতন। তাই দ্রুত সময়ের মধ্যে বাবুকে আবারো বরখাস্ত না করলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।