৪০ বছর পর ময়মনসিংহ কেবি কলেজে মানবিক শাখা চালু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় (কে.বি) কলেজে মানবিক শাখা চালু হয়েছে। এতে ২০০ আসন বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল (৩০ জুলাই) বুধবার থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে মানবিক শাখা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ ড. এম. আতাউর রহমান। এই খবরে কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
এর আগে গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার উপসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ৬টি শর্তের ভিত্তিতে এই অনুমতি পত্র প্রদান করা হয়। তবে গতকাল ২৯ জুলাই সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ডাকযোগে এই অনুমোদন পত্র কর্তৃপক্ষ হাতে পায় বলে জানা গেছে।
সূত্র জানায়, ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় কেবি কলেজটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু কলেজটিতে ছিল না মানবিক শাখা। ফলে একটি অংশের অপূর্নতা নিয়েই কলেজটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই মধ্যে কলেজটি ঢাকা বোর্ডে সেরা দশে এবং ময়মনসিংহ বোর্ডে সেরা ফলাফলের সুনাম অর্জন করে।
কলেজ অধ্যক্ষ ড. এম. আতাউর রহমান জানান, কলেজটিতে মানবিক শাখা না থাকার কারণে আমাদেরও মধ্যে অপূর্ণতা বিরাজ করছিল। এ কারণে বিগত ৩ মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত একটি আবেদন করা হলে বর্তমান সরকার কলেজটিতে মানবিক শাখা চালুর অনুমোদন দেয়। এতে পূর্নাঙ্গ রূপ পেল কলেজটি। এর মধ্যদিয়ে এ অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা এই সুবিধাভোগ করবে পারবে।
প্রসঙ্গত, বর্তমানে কলেজটির বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখায় শিক্ষার্থী রয়েছে প্রায় ১৭০০। এর বিপরীতে ৩১ জন শিক্ষক তাদের পাঠদান করছেন। এছাড়াও কলেজটিতে প্রশাসনিক কর্মকান্ড পরিচালনায় ৭ জন কর্মকর্তা এবং কর্মচারি রয়েছে ১৯ জন।