আমাদের আকাঙ্খিত বাংলাদেশ এখনো পাইনি – নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমারা জুলাই পথযাত্রায় নেমেছি। কারণ আমদের আকাঙ্খিত বাংলাদেশ এখনো পাইনি। তবে আমরা বিশ্বাস করি অচিরেই আমরা সেই দেশ বিনির্মাণ করতে পারবো। ইনশাআল্লাহ্। সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর টাইনহল মোড়ে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাগরিক পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আপনারা জনগণের পাশে দাড়ান, জনগনের সমস্যা সমাধান করুন। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাশের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যে ভাবে জুলাই আন্দোলনে গড়ে তুলেছিলেন।
শহীদ ও আহতদের প্রতিশ্রুতি বাস্তব্য়নে বাধা আসছে বলে উল্লেখ করে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ময়মনসিংহের প্রশাসন জুলাই শহীদ পরিবার ও আহতদের খোজ নেন না। তাদের কথা শুনেন না। প্রশাসনের কর্তারা চাঁদাবাজ টুকাইদের নিয়ে ব্যস্ত। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারবেন না।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে। এই চান্দাবাজীর অভয়াশ্র এনসিপি হবে না। সুতরায় যারা সু-সময়ে এসেছেন তারা সাবধান হয়ে যান। আমরা স্পষ্টভাবে বলেছি, চাঁদাবাজি-সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আবার যে সংগ্রাম শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে করব।
হাসনাত আরও বলেন, তেলবাজ সেলফিবাজরা কোন কাজ করেনা। তারা নেতার পেছনে পেছনে ঘুরে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে। এদেরকে প্রতিহত করতে হবে।
এর আগে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই নগরীর মহিলা কলেজ সংলগ্ন সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে টাউনহলে মোড়ে এসে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে পথসভায় বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যাক মানুষের সমাগম হয়। পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমীন, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা।