ঝিনাইদহে সেনা অভিযানে পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর শৈলকূপা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা কালে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়। সেসময় গ্রেফতার করা হয় সন্ত্রাসী রফিকুল ইসলামকে। গ্রেফতারকৃত রফিকুল ঐ গ্রামের মৃত. মোকছেদ আলীর ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনীর শৈলকূপা ক্যাম্পের ১০ বেঙ্গলের সিও’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে রফিকুল ইসলামের বাড়ি থেকে এ সকল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করে। তাকে রাতেই শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেফতার করেছে। রাতেই আমাদের কাছে হস্তান্তর করেছিলো। মঙ্গলবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করাসহ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।