জনবল নিয়োগ দিচ্ছে ড. মিজানুর রহমান আজহারীর হাসানাহ ফাউন্ডেশন!

ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’-এ বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
আজহারী তার পোস্টে লেখেন, “একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে হাসানাহ ফাউন্ডেশন। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে আমরা বহুমুখী ও কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর এই মহৎ উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজন স্বপ্নবাজ ও উদ্যমী একঝাঁক নতুন মুখ।” তিনি আগ্রহীদের সম্ভাবনাময় ক্যারিয়ারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
নিয়োগযোগ্য পদসমূহ:
১. অফিস ইন-চার্জ
২. অ্যাকাউন্টস অফিসার
৩. সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর
৪. মক্তব কো-অর্ডিনেটর
৫. কারিকুলাম ডেভেলপার
৬. ভিডিও এডিটর
৭. ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান
৮. ক্রিয়েটিভ ডিজাইনার
৯. কন্টেন্ট রাইটার
১০. রিসিপশনিস্ট
বেতন ও সুযোগ-সুবিধা:
প্রার্থীদের জন্য সর্বোচ্চ মাসিক বেতন ৩৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা পদ ও প্রার্থীর অভিজ্ঞতার ওপর নির্ভর করবে। এ ছাড়া থাকছে—
১. দুটি ঈদ বোনাস
২. একটি পারফরম্যান্স বোনাস
৩. বার্ষিক ইনক্রিমেন্ট
৪. প্রভিডেন্ট ফান্ড
৫. পদোন্নতির সুযোগ
আবেদনের সময়সীমা:
২৫ জুলাই থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। ড. আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজে অথবা হাসানাহ ফাউন্ডেশন এর প্রকাশিত সংশ্লিষ্ট পোস্টের কমেন্টে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।