রুয়েটে ১২৭ পদে বিশাল নিয়োগ, আবেদন করুন ২৭ জুলাইয়ের মধ্যে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২৭ জন জনবল নিয়োগ দেবে।
রুয়েটের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, গত ৩০ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ৪৫ ধরনের পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৭ জুলাই ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ:
নিয়োগযোগ্য গুরুত্বপূর্ণ কিছু পদের মধ্যে রয়েছে:
১. নির্বাহী প্রকৌশলী – ১টি
২. সহকারী পরিচালক – ৩টি
৩. পিএস ও পিএ টু ভিসি – ২টি
৪. সেকশন অফিসার – ৩টি
৫. মেডিকেল অফিসার – ১টি
৬. সহকারী প্রোগ্রামার – ২টি
৭. ইমাম – ৩টি
৮. ল্যাব টেকনিশিয়ান – ৯টি
৯. ড্রাইভার – ৪টি
১০. পরিচ্ছন্নতাকর্মী – ১৫টি
১১. কুক ও সহকারী কুক – ৭টি
এছাড়াও টেকনিক্যাল অফিসার, ইলেকট্রিশিয়ান, স্টোর কিপার, মালি, ম্যাসন, মিটার রিডার, ডেটা প্রসেসর, ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ানসহ বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল:
বেতন স্কেল সর্বোচ্চ ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (নির্বাহী প্রকৌশলী) থেকে শুরু করে সর্বনিম্ন ৮,২৫০–২০,০১০ টাকা (সহকারী কুক, পরিচ্ছন্নতাকর্মী, মালি) পর্যন্ত।
আবেদন ফি:
পদের গ্রেড অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—
১–১১ নম্বর পদ (উচ্চপদস্থ কর্মকর্তা): ৬০০ টাকা
১২–১৬ নম্বর পদ: ৫০০ টাকা
১৭–১৮ নম্বর পদ: ৩০০ টাকা
১৯–২৯ নম্বর পদ: ২০০ টাকা
৩০–৩৭ নম্বর পদ: ১০০ টাকা
ফি জমা দিতে হবে এসএসএল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে—
ঠিকানা:
সংস্থাপন শাখা,
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
বিস্তারিত যোগ্যতা, পদসংখ্যা ও আবেদনের লিংকের জন্য রুয়েটের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত।
