বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ, আবেদন করা যাবে ২ আগস্ট পর্যন্ত

বাংলাদেশ সেনাবাহিনী ৪২তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন (এএফএনএস)–এর আওতায় নার্স পদে শুধুমাত্র নারীদের নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ইতোমধ্যেই অনলাইনে আবেদন করতে পারছেন, চলবে আগামী ২ আগস্ট ২০২৫ পর্যন্ত।
পদের নাম:
নার্স (নারী)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও শর্তাবলি:
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০
সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন
বয়সসীমা:
১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ২৬ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)
বৈবাহিক অবস্থা:
বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা
শারীরিক যোগ্যতা:
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ১ ইঞ্চি
ওজন: ৪৬ কেজি
বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি
জাতীয়তা:
জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক
আবেদন ও ফি:
অনলাইন আবেদন ফি: ১,০০০ টাকা (অফেরতযোগ্য)
সুবিধাসমূহ:
বেতন-ভাতা:
সরকার নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
বাসস্থান:
প্রাধিকার ভিত্তিতে নিরাপদ ও মনোরম পরিবেশে বাসস্থান
চিকিৎসা সুবিধা:
সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা, প্রয়োজনে দেশে ও বিদেশে চিকিৎসা সুবিধা
সন্তানদের শিক্ষা:
সেনা তত্ত্বাবধানে পরিচালিত স্কুল, কলেজে সন্তানদের অধ্যয়নের সুযোগ
আবেদন করুন: https://joinbangladesharmy.army.mil.bd
আবেদনের শেষ সময়: ২ আগস্ট ২০২৫
