‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেটে শুরু সালমান-ঐশ্বরিয়ার প্রেম: স্মিতা জয়াকরের মুখ থেকে নতুন তথ্য

বলিউডের ভাইজানখ্যাত সালমান খান এবং সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক ও বিচ্ছেদ আজও সংবাদ শিরোনামে থাকে। দীর্ঘ বছর অতিবাহিত হলেও তাদের প্রেমের শুরু ও সেই সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে নানা চর্চা চলছে।
সম্প্রতি ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেটে ঐশ্বরিয়ার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী স্মিতা জয়াকর একটি সাক্ষাৎকারে সালমান ও ঐশ্বরিয়ার বন্ধন নিয়ে নানা তথ্য শেয়ার করেছেন। স্মিতা জানিয়েছেন, “সেই সিনেমার শুটিংয়ে কলাকুশলীরা একসঙ্গে বসে গানের লড়াই খেলতেন। আর সেখানে সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে রসায়ন চোখেমুখে ফুটে উঠত। এ সিনেমার সেটেই তাদের প্রেমের সূচনা হয়েছিল।”
স্মিতা আরো বলেন, “সালমান তখন বেশ বদমাশ ছিলেন, দুষ্টুমি করতেন, কিন্তু খুব ভালো মানুষ এবং বড় মনের। আমি কখনো তাকে রাগ করতে দেখিনি।” তিনি ঐশ্বরিয়াকে বর্ণনা করেন, “মেকআপ ছাড়া ঐশ্বরিয়া খুবই সুন্দরী, মিষ্টি এবং ডাউন টু আর্থ।”
‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন সালমান খান, ঐশ্বরিয়া রাই ও অজয় দেবগন। এই সিনেমাটি সুপারহিট হয় এবং সালমান-ঐশ্বরিয়ার জুটি দর্শকদের মন জয় করে নেয়।
উল্লেখযোগ্য, সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের সম্পর্ক ২০০২ সালে শেষ হয়। ঐশ্বরিয়া সালমানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলে, যদিও সালমান এর বিরুদ্ধে কখনো মুখ খুলেননি। এরপর ঐশ্বরিয়ার সম্পর্ক ছিল অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে, যা বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তীতে তিনি বিয়ে করেন অভিনেতা অভিষেক বচ্চনকে।