সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়ার পোস্টে নেটিজেনদের একাত্মতা

রেডিও জকি হিসেবে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। এরপর মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি লাভ করেন। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সবসময় সক্রিয় থাকেন ঢালিউডের এই তারকা। সম্প্রতি তিনি একটি সংবেদনশীল পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের মাঝে আলোড়ন তোলে এবং ব্যাপকভাবে সমর্থন পায়।
নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্টে ফারিয়া লেখেন, “সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। ইউনিভার্স (universe) দেখছে... আমি ছেড়ে দিলাম।”
এই মন্তব্যে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন। একজন নেটিজেন, যার নাম আরিয়া, মন্তব্য করেন, “ঠিক বলেছেন নুসরাত ফারিয়া আপু, সময় সবসময় তার যোগ্য জবাব দেয়।”
আরেকজন লেখেন, “দারুণ কথা, একটু ধৈর্য ধরলে সব পাওয়া যায়।”
তবে নুসরাত ফারিয়ার এই পোস্টের পেছনে সাম্প্রতিক একটি ঘটনা রয়েছে বলেও অনেকের ধারণা।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের পটভূমিতে ভাটারা থানার একটি হত্যা প্রচেষ্টা মামলায় অভিযুক্ত হন নুসরাত ফারিয়া। এ কারণে গত ১৮ মে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে পরদিনই তিনি জামিনে মুক্তি পান।