বাড়তি শুল্কের আগেই যুক্তরাষ্ট্রে দৌঁড়ঝাঁপ, তৃতীয় দফা বৈঠকে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এড়াতে এবং হার কমাতে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।
গত রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, আগামী ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য তৃতীয় দফা বৈঠকে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন তারা।
বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন—
১. জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান,
২. বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন,
৩. বাণিজ্য সচিব মাহবুবুর রহমান,
৪. বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।
তারা আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক চিঠিতে জানান, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্কহার কার্যকর হতে যাচ্ছে। এতে রপ্তানি পণ্যের গড় শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশ—যা বাংলাদেশের অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে।
বাংলাদেশ এই শুল্কহার কমানোর জন্য কূটনৈতিক ও বাণিজ্যিক উভয় পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ তৃতীয় দফা বৈঠন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য। বিশেষ করে তৈরি পোশাক খাত, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য ও ফার্মাসিউটিক্যালস রপ্তানিতে মার্কিন বাজারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। নতুন শুল্কহার কার্যকর হলে এসব খাতে বড় ধরনের প্রতিযোগিতাগত ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ী মহল।
বিশ্লেষকরা বলছেন, আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধিতে বড় ধস নামতে পারে।