ধামরাইয়ে বড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল এলাকাবাসী

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ।
ধামরাই থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান, রাতে ২০ থেকে ৩০ সদস্যের একদল সশস্ত্র ডাকাত পাকিস্তান বাজারে ডাকাতির প্রস্ততি নেয়। এসময় বিষয়টি এলাকাবাসী টের পেয়ে একজোট হয়ে ডাকাতদের ধাওয়া দিলে অস্ত্রসহ আট ডাকাতকে তারা হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় চাইনিজ কুড়াল রামদাসহ আট ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আট ডাকাত হল, মিলন, ইমন হোসেন, মেহেদী হাসান, চঞ্চল মিয়া, জাকির হোসেন, সোহেল মিয়া, মান্নান বেপারী ও সাইদুর রহমান তারেক।
এঘটনায় ধামরাই থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী বলছে, বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিয়েছিল ডাকাতরা অল্পের জন্য বাজারটি রক্ষা পেয়েছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম আরো বলেন, পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের আটকে অভিযান চলছে।