ভয়েস অব ঝিনাইগাতীর ঈদ উপহার পেল আড়াই শতাধিক অসহায় পরিবার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ দীর্ঘদিন ধরেই দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার উপজেলার আড়াই শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার উত্তরণ পাবলিক স্কুল মাঠে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপহার সামগ্রীর মধ্যে ছিল—পোলাও চাল, সেমাই, চিনি, তেল, ডাল, সাবান, পিঠা ও মুড়ি—যা একটি পাঁচ সদস্যের পরিবারের জন্য যথেষ্ট পরিমাণে বরাদ্দ দেওয়া হয়। প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান এবং আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ।
উপহার পেয়ে আনন্দিত রাংটিয়া এলাকার এক বৃদ্ধা উম্মে হাবিবা বিবি বলেন, ‘খুব কষ্ট করে রোজাগুলো পার করলাম। কখনো ভাবিনি এত গুইল্যা ঈদের বাজার আমি পামু। দোয়া করি আল্লাহ আপনাদের ভালা করুক।’
সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির বলেন, ‘পবিত্র ঈদে গরিব-দুঃখী মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে পারলেই ঈদ উদযাপন স্বার্থক হয়। সরকারের পাশাপাশি বিত্তবানদের যদি একটু সহানুভূতি থাকে, তাহলে দেশের প্রতিটি ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব। ভয়েস অব ঝিনাইগাতী সবসময় সুবিধাবঞ্চিতদের পাশে থাকতে চেষ্টা করে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রত্যেক শ্রেণির মানুষের এগিয়ে আসা প্রয়োজন। ভয়েস অব ঝিনাইগাতীর উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়।’