তথ্য নিতে গিয়ে সাংবাদিক আটক: লোহাগাড়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা ভূমি অফিসে তথ্য জানতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি নাজিম উদ্দিন রানা। তাকে আটক করে থানায় সোপর্দ করেছেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদকর্মীদের সূত্রে জানা গেছে, সাংবাদিক নাজিম উদ্দিন রানা ভূমি অফিসে গিয়ে কিছু সরকারি তথ্য জানতে চাইলে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে তাকে আটক করতে বলেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে এসিল্যান্ড নাজমুন লায়েলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।ঘটনার পরপরই চট্টগ্রামসহ বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা সাংবাদিক রানার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন এবং একজন সরকারি কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।
সাংবাদিক সংগঠনগুলো বলছে, তথ্য জানার অধিকার গণতন্ত্রের অন্যতম ভিত্তি, আর সেটি চর্চা করতে গিয়ে কোনো সংবাদকর্মীকে আটক করা দুঃখজনক এবং নিন্দনীয়। তারা দ্রুত রানার মুক্তি ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।