নববর্ষের প্রথম দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড আনোয়ারায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মকসুদুর রহমান (৭১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঢাকামুখী সড়কের পাশ ধরে হাঁটার সময় অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়েন ওই বৃদ্ধ। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের বিষয়টি দুপুরে তাঁদের জানানো হয়েছে। খবর পেয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে হাইওয়ে পুলিশ পাঠিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জেলার আনোয়ারায় বাংলা নববর্ষের প্রথম দিনে সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে উপাজেলার পিএবি সড়কের বারখাইন শোলকাটা লাবিবা ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের থানাদার বাড়ির সোহাগ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি। পরিবারে বাবা-মা ছাড়াও স্ত্রীসহ তিন সন্তান রয়েছে তার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে সালাউদ্দিন সিএনজি (অটোরিকশা) যোগে চট্টগ্রাম নগরীর যাওয়ার পথে শোলকাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনাটি শুনেছি তবে কোনো অভিযোগ পাইনি।