চট্টগ্রামের তিন থানায় ওসির রদবদল, পটিয়ায় নতুন দায়িত্বে নুরুজ্জামান

চট্টগ্রাম জেলার বোয়ালখালী, চন্দনাইশ ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে রদবদল আনা হয়েছে। সোমবার (৭ জুলাই) জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
নতুন আদেশ অনুযায়ী, বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে চন্দনাইশ থানায় বদলি করা হয়েছে। চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামানকে বদলি করে পটিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি পটিয়ায় পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ছাত্রলীগ রাঙামাটি জেলা সভাপতির গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ হয়। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। ঘটনার জের ধরেই পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুরকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হলেন ওসি নুরুজ্জামান।
নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দ্রুতই সংশ্লিষ্ট থানায় যোগদান করবেন বলে জানা গেছে।