রাবিতে চীনা ভাষা শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত: প্রতিষ্ঠিত হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চীনা ভাষা, সংস্কৃতি ও গবেষণায় অবারিত সম্ভাবনার দ্বার খুলছে—প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট। ইতোমধ্যে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাবি প্রশাসন।
এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব দুইবার চীন সফর করেছেন। সফরকালে তিনি চীনের সেন্টার অব চাইনিজ এডুকেশন ফাউন্ডেশন ও হংহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসাথে, একটি চীনা প্রতিনিধিদল রাবি সফর করে সম্ভাব্য সুযোগ-সুবিধা পরিদর্শন করে গেছে।
বিশ্বব্যাপী কনফুসিয়াস ইনস্টিটিউট মূলত চীনা ভাষা ও সংস্কৃতি প্রচার এবং আন্তর্জাতিক শিক্ষায় সহযোগিতার লক্ষ্যে কাজ করে থাকে। বাংলাদেশে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই ইনস্টিটিউট চালু রয়েছে। রাবিতে এই ইনস্টিটিউট চালু হলে উত্তরবঙ্গের শিক্ষার্থী ও গবেষকদের জন্য এটি হবে একটি বিরল সুযোগ।
এ বিষয়ে উপাচার্য বলেন, "রাবিসহ এই অঞ্চলের শত শত ছাত্রছাত্রী কনফুসিয়াস ইনস্টিটিউট থেকে লাভবান হবে। এর বাইরেও আশা করছি সমস্ত উত্তরবঙ্গের শিক্ষার্থী ও গবেষকরা এখানে সুযোগ পাবে। এটাই সবচেয়ে বড় পাওয়া।"