রাকসু নির্বাচনের মোট ভোটার ২৫ হাজার ১২৭ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বুধবার (৬ আগস্ট) রাত ৯ টায় প্রকাশ করা হয় খসড়া ভোটার তালিকা।
তালিকা অনুযায়ী, ছাত্র ভোটার রয়েছেন ১৫ হাজার ৪৪০ জন এবং ছাত্রী ভোটার ৯ হাজার ৬৮৭ জন। শতাংশের হিসেবে ছাত্রী ভোটার ৩৮.৫৫ শতাংশ এবং ছাত্র ভোটার ৬১.৪৫ শতাংশের বেশি।
ছেলেদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে শহীদ হবিবুর রহমান হলে—মোট ২ হাজার ৩৯৮ জন। এরপর শহীদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৪৭ জন, মতিহার হলে ১ হাজার ৬১৮, মাদার বখশ হলে ১ হাজার ৫৭৩, শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৪২, বিজয় ২৪ হলে ১ হাজার ৩০৩, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৩৫, শাহ মখদুম হলে ১ হাজার ২৪৭, সৈয়দ আমীর আলী হলে ৯৮৮, শেরে বাংলা হলে ৯৭২ এবং নবাব আব্দুল লতিফ হলে ৮১৭ জন ভোটার রয়েছেন।
অন্যদিকে ছাত্রীদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে জুলাই ৩৬ হলে, যেখানে ভোটার সংখ্যা ২ হাজার ১৫৬ জন। এরপর রয়েছে মন্নুজান হলে ২ হাজার ৭ জন, রোকেয়া হলে ১ হাজার ৮১৬ জন, রহমাতুন্নেসা হলে ১ হাজার ৫৪৭ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৩৭ জন এবং খালেদা জিয়া হলে ১ হাজার ১২৭ জন।
খসড়া ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা নিয়ে কেউ কোনো আপত্তি জানাতে চাইলে তা আগামী ৭ আগস্ট এবং ১০ থেকে ১২ আগস্টের মধ্যে দাখিল করা যাবে। আপত্তি নিষ্পত্তির পর আগামী ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।