গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বেরোবিতে সংহতি সমাবেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রশাসনের উদ্যোগে গাজায় ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সংহতি প্রকাশ করে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এসময় সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান। তারা, 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রম রিভার টু দ্যা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, নারায়ে তাকবীর, আল্লাহ আকবর' স্লোগান দিতে থাকেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেন। প্রতিবাদ মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ট্রাম্প ও নেতানিয়াহুর প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন।