জাহিদুল ইসলামের সুমনের কবিতা "হে প্রভু"

যদি ঘটে যায় স্বপ্নেরও সলিল সমাধি
যদি নাই থাকে আর তার কোন পরিধি,
যদি প্রাণ-প্রদ্বীপ নিভু নিভু যায় আর যায়,
তখনও স্মরি যেন আমি যে তোমায়।
যদি ললাটে রাজটীকা নাই বা থাকে
যদি ভালোবাসা হারিয়ে যায় আঁকেবাঁকে,
যদি শ্বেতপাথরে নাম খোদাই নাই বা করে
তবুও যেন রও তুমি এই অন্তরে।
যদি জনমের পরে আরও জনম থাকে
সেই খানে কেউ যদি নাই বা ডাকে,
যদি আঁকুপাঁকু করে মন কভুও কারও লাগি
আমি যেন না হই প্রভু তোমারও বিবাগী।
যদি সাগরের প্রবাহ যায় থেমে যায়
যদি ধরণীর আবহ সুদূরে হারায়,
যদি নেমে আসে জীবনে এক মহাশ্মশান
তবুও যেন না বলি তোমাকে পাষাণ।
যদি সবকিছু কোনদিন যায় হারিয়ে
যদি জগতের সব প্রেম যায় ফুরিয়ে,
যদি নেমে আসে জীবনে ঘোর অমানিশা
তবুও যেন পাই প্রভু তোমার ভালোবাসা।
যদি থেমে যায় সময়ের সব স্রোতধারা
বিচারে আমি যদি হই দিশেহারা,
যদি নাই থাকে আর কোন সাহস, শক্তি, বল
সেই দিন থেকো পাশে হয়ে সম্বল।
যদি নেমে আসে জীবনে রোজ কেয়ামত
যদি ধেয়ে আসে ত্রিকালের সব মসিবত,
যদি নাই থাকে আর কোন পালাবার পথ
প্রভু তুমি পাশে থেকো, রেখো হযরত।
জাহিদুল ইসলাম সুমন
প্রধান শিক্ষক (৩৪তম বিসিএস নন-ক্যাডার)
বাহাদিয়া ১নং স:প্রা:বি:
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
