ইবি শিক্ষক হাফিজুল ইসলামকে সমকামিতা ও হয়রানির অভিযোগে অপসারণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে সমকামিতা ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সিন্ডিকেটের ২৬৮তম সভায় হাফিজুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(এফ) ধারা অনুযায়ী ৩১ মে ২০২৫ থেকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
এর আগে, গত বছরের ৭ অক্টোবর ওই শিক্ষকের বিরুদ্ধে সমকামিতা, যৌন হয়রানি ও হেনস্তাসহ একাধিক অভিযোগ এনে আন্দোলনে নামেন বিভাগের শিক্ষার্থীরা। তারা উপাচার্যের কাছে লিখিতভাবে ২৭টি অভিযোগ দাখিল করেন এবং তাঁর অপসারণের দাবি জানান।
পরে অভিযোগ যাচাই করে সিন্ডিকেটের ২৬৬তম সভায় হাফিজুল ইসলামের একটি বাৎসরিক ইনক্রিমেন্ট বাতিলসহ তাঁকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তবে শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আন্দোলন অব্যাহত রাখেন। শেষ পর্যন্ত প্রশাসন বিষয়টি অধিকতর তদন্ত করে হাফিজুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নেয়।