শিষ্টাচার বজায় রেখে রাজনীতি করুনঃ ভোলায় বিএনপি নেতৃবৃন্দ

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন দেশে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ডের রাজনীতির বিরুদ্ধে আজ সাড়া দেশে প্রতিবাদ হচ্ছে। তারা ভুলে গেছে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল। বিএনপি ইচ্ছা করলে তাদেরকে দেশ ছাড়া করতে পারে। কিন্তু বিএনপি একটি দায়িত্বশীল দল। তাই বাড়াবাড়ি না করে শিষ্টাচার বজায় রেখে রাজনীতি করুন। আর তা না হলে বিএনপি শিখিয়ে দিবে শিষ্টাচার কাকে বলে।
সোমবার (২১ জুলাই) দুপুরে ভোলা কালীনাথ রায়ের বাজার বিএনপির অফিস প্রাঙ্গনে শ্রমিকদল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে এ সব কথা বলেন তারা।
দেশে নৈরাজ্য ও চাঁদাবাজীর কথা উল্লেখ করে তারা আরও বলেন, বিএনপিতে চাঁদাবাজদের কোনো ঠাই নেই। বিএনপির কোনো লোক যদি চাঁদাবাজী করতে আসে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ সকলের অংশগ্রহণ ছিল। এই আন্দোলনে অনেকে আহত নিহত হয়েছেন। তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।
জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক তানভীর তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশির আহমদ হাওলাদার,
জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।
সমাবেশ শেষে, সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার ও মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং কুচক্রিমহল কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।
বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গন থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।