আ’লীগ নেতা শামিমকে ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহরণ করে ফরিদপুরে ফেলে গেল সন্ত্রাসীরা

ঝিনাইদহের শৈলকুপা থেকে গোয়েন্দা (ডিবি) পরিচয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোল্যা শামিম হোসেনকে অপহরণ করে ফরিদপুরের ভাঙ্গায় রাস্তার ধারে ফেলে রেখে গেছে অপহরনকারিরা।
এ ঘটনায় শৈলকুপা থানা পুলিশ চার ব্যক্তিকে আটক করেছে। রোববার (১৩ জুলাই) ভোরে ওই নেতাকে উদ্ধার করা হয়েছে বলে পরিবার ও পুলিশ সূত্র জানিয়েছে।
মোল্যা শামিম হোসেন ঝিনাইদহের সংবাদকর্মীদের জানিয়েছেন, দুটি মাইক্রোবাসে সাদাপোশাকধারি কয়েকজন লোক এসে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তুৃলে নিয়ে যায় তারা বিভিন্ন পথ ঘুরে অজানা কোন এক স্থানে ফেলে রেখে যায়। এরই মধ্যে অপহরণকারির তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পুলিশের সহযোগিতায় তিনি বাড়ি ফিরেছেন বলে জানান।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, শনিবার রাত ১১টার দিকে মোল্যা শামিম হোসেনকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে তার বাবা উমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোল্যা সাব্দার হোসেনের কাছে বড় অংকের মুক্তিপণ দাবি করে।
বিষয়টি জেনে পুলিশের একাধিক টিম মোল্যা শামিম হোসেনকে উদ্ধারে কাজ শুরু করে। তারা অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করেন।
ওসি আরও জানিয়েছেন, আটক ব্যক্তিদের শৈলকুপা থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।