ইন্টারনেট শাটডাউনের সব ফাঁকফোকর বন্ধ করে দেয়া হবে: ফয়েজ আহমদ

ইন্টারনেট শাটডাউনের সব ফাঁকফোকর বন্ধ করে দেয়া হবে উল্লেখ করে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশে আর কোনো দিন ইন্টারনেট বন্ধ হবে না।
শনিবার (১৯ এপ্রিল) বিটিআরসির সম্মেলন কক্ষে ইন্টারনেট সেবার সমস্যা সম্ভাবনা ও করণীয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফয়েজ আহমদ বলেন, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে সরকার।’
বাংলাদেশে ইন্টারনেট সেবার মান পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তাই এই সেবার দাম আরও কমানো উচিত বলেও মন্তব্য করেন ফয়েজ আহমদ তৈয়্যব।