সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু আবারও চেয়ারম্যান পদে

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফিরে এসেছেন।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক, স্থানীয় সরকার) এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ।
তিনি জানান, মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। সেখানে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারির হাইকোর্টের রায়ের ভিত্তিতে ছয় মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে। ফলে ১৯ ফেব্রুয়ারি থেকেই স্টে অর্ডার কার্যকর হয়েছে।
এর আগে গত সোমবার (২৮ জুলাই) বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার স্বাক্ষরিত একটি অফিস আদেশে বাবুকে চেয়ারম্যান পদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল রহমান বলেন,'আমরা আজকে একটি চিঠি পেয়েছি। চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন বাবু। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কারাগার থেকে বের হয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন। সেই রিটে আদালত তাকে চেয়ারম্যানের পদ ফিরে দেয়ার নির্দেশনা দিয়েছিলেন। তবে মাহমুদুল আলম বাবুকে সাধারণত এলাকায় দেখি না। তিনি হয়তো বকশীগঞ্জ উপজেলা শহরের কোথাও থাকেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলাটির পরিপ্রেক্ষিতে বাবু গ্রেফতার হয়ে কারাগারে যান। পরে জামিনে মুক্তি পান তিনি।