আড়িয়াল বিলে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন আইনে সাজাসহ অর্থদণ্ড

শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে হাসাড়া ইউনিয়নের আলমপুর ঘাট এলাকায় অবৈধভাবে বিলের মাটির উপর স্তর কর্তন ও ভরাটের করায় উপজেলা নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় শ্রীনগর থানা পুলিশ সহোযোগিতায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এ ৮ জনকে কারাদণ্ড ও মোট ৪ লক্ষ চারশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন বলেন,আড়িয়াল বিলসহ শ্রীনগর উপজেলায় জনস্বার্থে মাটি কর্তন, অবৈধ ড্রেজার ও বালি ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।