'ভুক্তভোগী নারীকে মামলার আগে যেতে হবে মধ্যস্থতায়' গেজেটের প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

যৌতুক ও নারীর নির্যাতনের ভুক্তভোগীদের আদালতের আগে মধ্যস্থতার জন্য যেতে হবে লিগ্যাল এইডে সরকারের এমন গেজেটের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি
রবিবার (১৩ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতি ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আবুল মাজাদ চৌধুরী, এড সৈয়দ জিয়াউল ইসলাম, সমিতির সহ সভাপতি আজাদুল ইসলাম রতন,সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,অধ্যাদেশ অনুসারে, প্রথমে ভুক্তভোগী নারীকে লিগ্যাল এইড কার্যালয়ে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য আবেদন করতে হবে। মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হলে তাকে আদালতে মামলা করতে পারবে এটি অপরাধটিকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার আওতায় আনা হয়েছে। যাতে নারীর ন্যায়বিচারের অভিগম্যতা বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা আছে। যদি নতুন বিধান অনুসারে লিগ্যাল এইড কর্মকর্তার কাছে ভুক্তভোগী যান, তাহলে চিকিৎসা সনদ না থাকার কারণে পরে সাধারণ জখমের অভিযোগ প্রমাণ করা যাবে না। এতে বিচার প্রক্রিয়া ব্যহত জবে।