বিএসএফের ঠেলাঠেলি: তৃতীয় লিঙ্গের ১৯ জনসহ ২১ জন বাংলাদেশে ফেরত

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং ২ জন পুরুষ।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বিজয়পুর বিওপির ১১৪৮/৪-এস পিলার সংলগ্ন আড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সীমান্তে টহলরত ৩১ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্পের কমান্ডার শহীদুল ইসলাম জানান, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি টহল দল আড়াপাড়া এলাকায় দায়িত্ব পালনের সময় বিএসএফের পুশইনকৃত ২১ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময়ে দিল্লিতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তারা।
আটকদের বরাতে জানা যায়, তারা গত এক সপ্তাহ থেকে ৭ বছরের মধ্যে বিভিন্ন সময় দিল্লিতে যান এবং সেখানকার বিভিন্ন এলাকায় কাজ করেন। সম্প্রতি দিল্লির বিভিন্ন স্থান থেকে তাদের একত্রিত করে নাজিরাবাদ বিমানবন্দর হয়ে আসামে নেওয়া হয়। সেখান থেকে বিএসএফ সদস্যরা তাদের বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
আটকদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা রয়েছেন।
বিজিবি জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।