ধানুয়া কামালপুর সীমান্তে ‘পুশ ইন’ সন্দেহে ৭ জন আটক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের (পুশ ইন) সন্দেহে সাতজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ১০৮৩ নম্বর পিলারের কাছাকাছি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
আটককৃতরা হলেন—বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পাটমারা গ্রামের মো. বেলায়েত খান (৫৫) ও তার ছেলে মো. ইসলাম (২২); ফরিদপুরের মুকসুদপুর উপজেলার বগাইল গ্রামের তাসলিমা বেগম (৫০) ও তার ছেলে কুরবান আলী (২৫); খুলনার খালিশপুর উপজেলার নূরনগর বিশ্বাসপাড়ার সুমি আক্তার (৩০) ও তার বোন রুমি আক্তার সোহাগী (২০); এবং বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের মায়া বেগম (৩২)।
সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে কয়েকজনকে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের খবর দেন। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেন এবং পরে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শকের আহাম্মেদ জানান, “আটকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”