খুলনায় আবাসিক হোটেলের কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার

খুলনায় ওয়েস্টার্ন ইন হোটেলের কক্ষ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার গলায় পরনের ওড়না পেঁচানো ছিলো।
তিনি বৃহস্পতিবার (০৩ জুলাই) আসমা নামে তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষটি ভাড়া নিয়েছিলেন। শুক্রবার (৪ জুলাই) বিকেলে ওই কক্ষ থেকেই তার মরদেহ উদ্ধার হয়।
তবে ওই নারীর নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওই কক্ষ থেকে উদ্ধার করা একটি জন্ম নিবন্ধনে শান্তা ইসলাম নাম থাকলেও সেটি এবং হোটেলে দেওয়া নাম কোনোটিই সঠিক নয় বলে জানায় পুলিশ। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। দুপুর সাড়ে ১২টার দিকে কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাক দিলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে ওই কক্ষটির তালা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া বেশ কিছু ঘুমের ওষুধও খেয়েছিলেন তিনি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।