জামালপুরে ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা গ্রামে শুক্রবার রাতে এক অভিযানে ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধারকৃত চালগুলো হতদরিদ্রদের জন্য বরাদ্দ ছিল।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ মে) রাত ১০টার দিকে মো: আজগর আলীর বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাল মজুতকারীরা পালিয়ে যায়। অভিযান শেষে উদ্ধারকৃত চালগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে এসব সরকারি চাল উদ্ধার করে। মজুতকারীরা বুঝতে পেতে চাল রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে তদন্ত শেষে পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।”