স্ত্রীকে হত্যা করে গলায় ফাঁস, নেত্রকোণায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন—কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামের রাশেদ মিয়া (৩৩) ও তাঁর স্ত্রী রাবেয়া পারভীন (২৮)।
গত শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্বামী রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করেন। পরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজন ও প্রতিবেশীরা রয়েছেন গভীর শোক ও স্তব্ধতায়।