রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে কন্যা শিশুর মৃত্যু

রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা ( ১০) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে রাঙামাটি সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ( আরএমও) ডা: শওকত আকবর বলেন, কন্যা শিশুটি গত সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। শনিবার রক্ত পরিক্ষা করার পর ম্যালেরিয়া সনাক্ত হলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করানোর জন্য শিশুটির অভিভাবকদের পরামর্শ প্রদান করা হয়। তবে শিশুটির অভিভাবক শিশুটিকে হাসপাতালে ওইদিন রাতে হাসপাতালে ভর্তি করায়নি। রোববার দুপুরে আবার আক্রান্ত শিশুটিকে তার অভিভাবকরা হাসপাতালে নিয়ে আসলে শিশুটিকে জরুরী বিভাগে নেওয়ার পথে মারা যায়।
মারা যাওয়া শিশুটির গ্রামের বাড়ি রাঙামাটি সদরের বন্ধুকভাঙ্গা ইউনিয়নে বলে জানা গেছে।