মুন্সিগঞ্জের মেঘনায় জলদস্যুদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই জলদস্যু চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্যুটার মান্নান (৪২) নামে এক শীর্ষ জলদস্যু নিহত এবং তার সহযোগী হৃদয় বাঘ (৩২) গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গজারিয়ার ইমামপুর ইউনিয়নের কালিপুরা চরে এ ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ জানান, স্যুটার মান্নান ও তার তিন সহযোগী একটি ইঞ্জিনচালিত ট্রলারে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ জলদস্যু পিয়াস-নয়ন গ্রুপ তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে মান্নান গ্রুপও। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মান্নান। আহত হৃদয় বাঘকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি আরও জানান, মান্নানের সঙ্গে থাকা অপর দুই সহযোগী নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তারা গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।