চুয়াডাঙ্গা সীমান্ত স্বর্ন ও মাদক চোরাচালান প্রতিরোধে সচেতনতামুলক!

চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ন ও মাদক চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা সীমান্তের দর্শনা আইসিপি (আন্তর্জাতিক চেকপোস্ট) এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর সরকারি পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে এ সভায় উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আশরাফুল ইসলাম, দর্শনা চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন।
সভায় স্বর্ন ও মাদক চোরাচালান প্রতিরোধ, পুশইন প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার এর কুফল এবং বিজিবির পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে চোরাচালান প্রতিরোধে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
বিজিবি ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী বলেন, 'সীমান্তে সব ধরনের চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে। '
জনসচেতনতামূলক সভায় এলাকার শতাধিক মানুষ অংশ নেন। এছাড়াও আনসার ভিডিপি দামুড়হুদা উপজেলায় কর্মরত ইন্সপেক্টর মোঃ সাজিদ হোসেনসহ অন্যান্য পদবীর ১৫ জন উপস্থিত ছিলেন।
বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা এ সভায় উপস্থিত ছিলেন।