জামালপুরে দূর্বৃত্তের ছুরির আঘাতে একজন নিহত, একজন আহত

জামালপুরের মাদারগঞ্জে দূর্বৃত্তের ছুরির আঘাতে মাসুদ প্রামানিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত রুবেল প্রামানিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তি সম্পর্কে চাচা-ভাতিজা। নিহত মাসুদ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার সভা প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুদ শনিবার রাতে তার চাচা রুবেলের সাথে রুবেলের বাড়িতেই ঘুমিয়েছিল। শনিবার সকাল ১০টা বেজে গেলেও তারা ঘুম থেকে না ওঠায় নিহতের বাবা সভা প্রামানিক তার ছোট ছেলে সজিবকে তাদের ডাকতে পাঠান। সজিব বেশ কয়েকবার ডাকার পরেও কোনো সাড়া না পেয়ে ফিরে আসে।
এরপর প্রামানিকের মেজো ছেলে মামুন গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ফেলে। ভেতরে প্রবেশ করে খাটের পাশে রক্ত দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে।
স্থানীয়রা ঘরের ভেতর থেকে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং মাসুদকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে আহত রুবেলকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের ছোট ভাই সজিব জানায়, মাসুদ মাঝে মধ্যে তার চাচা রুবেলের বাড়িতে গিয়ে থাকতো। কিভাবে এ হত্যাকান্ড ঘটেছে এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছেন না।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান , পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাসুদের লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে, নিহতের শরীরে ধারালো অস্ত্রে আঘাত দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।