ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের ৩লাখ টাকা সহায়তা

বৈরী আবহাওয়া ও টানা মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে সাফজয়ী কৃতী ক্রীড়াবিদ ঋতুপর্ণা চাকমার অসুস্থ মাকে দেখতে গেছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
বুধবার (০৯ জুলাই) কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে গিয়ে তিনি ঋতুপর্ণার মা ভুজিপুতি চাকমার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে তিন লক্ষ টাকার একটি অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিম, জেলা পরিষদের সদস্য বরুণ দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে ক্যান্সারে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা। বাবার অনুপ্রেরণায় ঋতু খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণা মিয়ানমারের বিপক্ষে দুটি গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। তুর্কমেনিস্তানের বিপক্ষেও একটি গোল করেন তিনি।