শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী উত্তর কাটাবাড়ি এলাকা থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে হাতিটির মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা পাতা জেনারেটরের তারে হাতিটিকে বিদ্যুৎস্পৃষ্ট করেছে।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতের সংযোগ নিষিদ্ধ থাকলেও কিছু দুষ্কৃতকারী জেনারেটর ব্যবহার করে বৈদ্যুতিক সংযোগ দেয়। ওই ঘটনায় ১৫ বছর বয়সী মাদি হাতিটি মারা গেছে।
স্থানীয়রা জানায়, ফসল রক্ষার জন্য তারা জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন, যাতে হাতির দল ধানক্ষেত ও লোকালয়ে কম আসে। শুক্রবার রাতে ৮ থেকে ১০টি বন্য হাতির দল নাকুগাঁও থেকে উত্তর কাটাবাড়িতে এসে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
হাতিটির মৃত্যুতে পালের অন্য হাতিরা চিৎকার করলে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দেওয়ান আলী জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।