দুর্গাপুরে বিপ্লবী নেত্রী অণিমা সিংহের জীবন ও আদর্শ নিয়ে স্মরণসভা

বাংলাদেশের কৃষক আন্দোলনের অন্যতম বিপ্লবী নারী নেত্রী, ব্রিটিশবিরোধী সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড অণিমা সিংহের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুরুতে মহীয়ষী এই বিপ্লবীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কৃষক সমিতির উপজেলা সভাপতি আব্দুল মালেক সরকার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও অণিমা সিংহের একমাত্র সন্তান কমরেড ডা. দিবালোক সিংহ।
এছাড়াও আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সিপিবির উপজেলা সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার রুপক, সদস্য শামছুল আলম খান, কবি ও মুক্তিযোদ্ধার সন্তান বিদ্যুৎ সরকার, আদিবাসী ইউনিয়নের জেলা সভাপতি নিরন্তর বনোয়ারী, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, যুব ইউনিয়নের উপজেলা সভাপতি নজরুল ইসলাম, নারী নেত্রী তাসলিমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড অণিমা সিংহ শুধু এক সংগ্রামী নেত্রী নন, তিনি ছিলেন সাধারণ মানুষের মুক্তির জন্য নিবেদিত প্রাণ। তার আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৮০ সালের ২৯ জুন এক সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে অচেতন অবস্থায় চলে যান অণিমা সিংহ। পরে ১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৫২ বছর।